মালদ্বীপের কাশিধু উপকূলের কাছে একটি পণ্যবাহী নৌকা ডুবিতে মো. আলমগীর (৩০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) মালদ্বীপ পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ) তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, আলমগীর মাত্র তিন দিন আগে মালদ্বীপে পৌঁছেছিলেন। দুর্ঘটনার পর তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আলমগীর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নন্দনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ‘ফয়সালা’ নামের একটি পণ্যবাহী নৌকায় কাজ করতেন। নৌকাটিতে মোট ১১ জন ছিলেন, তবে এই দুর্ঘটনায় একমাত্র আলমগীর নিহত হন।
পরিবারের অর্থনৈতিক অবস্থার কারণে আত্মীয়রা সরকারের কাছে মরদেহ দেশে পাঠানো এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য আবেদন করেছেন।