গ্রামাঞ্চলে প্রকৃতিতে এখন কুয়াশার চাদর নেমে এসেছে

উত্তরের বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে প্রকৃতিতে এখন কুয়াশার চাদর নেমে এসেছে। সন্ধ্যা হলেই উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে—শীত বেশ জেঁকে বসতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমান পরিস্থিতিতে যদি মাসের শেষ দিকে সাগরে কোনো ঝড় তৈরি না হয়, তবে তাপমাত্রা আরও দ্রুত কমার সম্ভাবনা ছিল। কুয়াশার ঘনত্ব বাড়ার পাশাপাশি সারা দেশে শৈত্যপ্রবাহও ছড়িয়ে পড়তে পারত।

তবে দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সাগরের অবস্থা স্বাভাবিক থাকলে ডিসেম্বরেই প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

এক ফেসবুক পোস্টে তারা জানায়, এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বর মাসেই আসতে পারে। এর আগেই দেশে শীত অনুভূত হবে, তবে তা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো পর্যায়ে যাবে না।

সব মিলিয়ে বলা যায়, নভেম্বরজুড়েই হিম শীতল আবহাওয়া উপভোগ করার সুযোগ মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *